শনিবার ২৪ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | নিউটাউনে তৈরি হবে 'বিশ্ব অঙ্গন', কর্মসংস্থানের লক্ষ্যে রাজ্যের শিল্পায়নে বড় পদক্ষেপ, জানালেন মমতা

Riya Patra | ১৪ মে ২০২৫ ২৩ : ৫৪Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: শিল্পায়নের লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেল রাজ্য। জমি এবং সেখানে শিল্প গড়তে দেওয়া হল প্রয়োজনীয় ছাড়পত্র। এর মধ্যে যে বিষয়টি অন্যতম উল্লেখযোগ্য সেটি হল ক্ষুদ্র, মাঝারি শিল্পের সঙ্গে নিউটাউন এলাকায় গড়ে তোলা হবে একটি আন্তর্জাতিক মানের তথ্য, প্রযুক্তি, বিনোদন এবং সংস্কৃতি পার্ক। 

বুধবার রাজ্য মন্ত্রীসভার বৈঠকের পর নবান্নে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, 'হিডকো-র সঙ্গে পিপিপি মডেলে নিউটাউন এলাকায় ২৫ একর জমিতে একটি ইন্টারন্যাশনাল ইনফর্মেশন টেকনোলজি এন্টারটেইনমেন্ট অ্যান্ড কালচারাল পার্ক তৈরি করা হবে। বাংলায় এর নাম, বিশ্ব অঙ্গন। সরকারের দিক থেকে এর জন্য যা যা প্রয়োজন তার সবকিছুই বুধবার করে দেওয়া হয়েছে। এখানে আন্তর্জাতিক মানের প্রচুর অনুষ্ঠান হবে।' 

শিল্পায়নকে এগিয়ে নিয়ে যেতে এর আগেও রাজ্যের তরফে একাধিক জায়গা চিহ্নিত করে সেখানে তৈরি করা হয়েছে প্রয়োজনীয় পরিকাঠামো। এদিন মুখ্যমন্ত্রী জানান, পুরুলিয়া, বর্ধমান, দুর্গাপুর-সহ আরও কয়েকটি জেলায় ১০টি 'ইন্ডাস্ট্রিয়াল প্লট'-এ শিল্প গড়ে তুলতে বিভিন্ন সংস্থাকে বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোট ২৫১৫ একর জমিতে বিনিয়োগ হবে ২৫,০০০ কোটিরও বেশি টাকা। এর ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৭০,০০০ কর্মসংস্থান হবে। এগুলি অধিকাংশই 'স্কিল ইন্ডাস্ট্রি' বলে জানিয়েছেন তিনি। 

স্বনির্ভর গোষ্ঠীর উন্নতির জন্যও নেওয়া হয়েছে পদক্ষেপ। এই গোষ্ঠী যাতে তাদের উৎপাদিত পণ্য আরও বেশি বাজারজাত করতে পারে সেজন্য ২৩টি জেলায় ২৩টি শপিং মল তৈরি হবে। রাজ্য জমি দিলেও মল তৈরি করবে বেসরকারি সংস্থা। সেখানে ২টি তলা স্বনির্ভর গোষ্ঠীর জন্য বরাদ্দ থাকবে। এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দিঘাতেও জমি খোঁজ করা হচ্ছে বড় বাজার তৈরি করার জন্য। 

স্কুল নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে শিক্ষকদের সঙ্গে বাতিল করা হয়েছে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের চাকরিও। এদিন রাজ্যের তরফে তাঁদের জন্য আদালতের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ২৫,০০০ এবং ২০,০০০ টাকার মাসিক আর্থিক অনুদানের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, আগামী সপ্তাহেই প্রশাসনিক কাজে তিনদিনের উত্তরবঙ্গ সফরে যাবেন। 

পাকিস্তানের কবল থেকে বুধবার ছাড়া পেয়েছেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের পক্ষ থেকে তাঁর মুক্তির জন্য রাজ্য পুলিশের ডিজি বিএসএফের ডিজির সঙ্গে এবিষয়ে যোগাযোগ রেখে চলছিলেন। দু'দেশের মধ্যে সংঘর্ষ থামার পর গত সোমবার ডিজিএমও স্তরে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি বৈঠক হয়। এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গত পরশুর বৈঠকে যাতে পূর্ণমের মুক্তির বিষয়টি তোলা হয় সেবিষয়ে তিনি অনুরোধ জানান। 

এদিনের মন্ত্রীসভার বৈঠকে ভারত-পাকিস্তান দ্বন্দে যে সমস্ত ভারতীয় সেনারা শহীদ হয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে প্রস্তাব নেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এর পাশাপাশি তাঁর দল তৃণমূল কংগ্রেসের তরফেও আগামী শনি ও রবিবার প্রতিটি জেলায় ব্লকে ব্লকে বিকেল তিনটে থেকে পাঁচটা পর্যন্ত সেনাবাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা ছাড়াও সেনাদের প্রতি সম্মান প্রদর্শন করা হবে বলে জানান তিনি।


নানান খবর

নানান খবর

বর্ধমানে ভাড়া ঘরে ঘাপটি মেরে দিব্যি চলছিল প্রতারণা, ওঁত পেতে ধরল দিল্লি পুলিশ, জালে 'জামতারা গ্যাং'-এর তিন

ঢাকুরিয়া স্টেশনের কাছে চলন্ত ট্রেনে পাথর হামলা, মাথা ফাটল যাত্রীর! প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা

লেগেছে ওয়েলকাম গেট, আলোয় সেজেছে বাড়ি, পূর্ণমের ঘর-ওয়াপসি ঘিরে উৎসবের মেজাজে রিষড়া

গুণমান নিয়ে প্রশ্ন, বাংলা-সহ দেশজুড়ে পরীক্ষায় ফেল ১৯৮টি জীবনদায়ী ওষুধ! 

খুন করে প্রমাণ লোপাটের অভিযোগে দোষী, আরপিএফ কনস্টেবলকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত

সপ্তাহ ঘুরতেই ঘূর্ণিঝড়? হুহু করে হাওয়া, ঝড়-জলের তান্ডব কবে থেকে? জানুন IMD-এর লেটেস্ট আপডেট

প্রসূতিকে নির্যাতনের অভিযোগে তোলপাড় বাগদা হাসপাতাল, তদন্তের আশ্বাস প্রশাসনের

ভারত থেকে বাংলাদেশে পাচার হচ্ছে স্মার্ট ফোন! তার আগেই ওঁত পেতে বড় ছক বানচাল করল পুলিশ

আচমকা হড়পা বানে হাড়হিম কাণ্ড, নদীর জলে তলিয়ে যাচ্ছে ট্রাক্টর, প্রাণপণে সাঁতরে বাঁচায় চেষ্টায় চালক-খালাসি!

বর্ধমানের বড়বাজারে ভয়াবহ আগুন, ভস্মীভূত একাধিক দোকান

ছাগল চুরি করতে এসেছিল ওরা, বাধা দিল খোদ হাতি? তারপর যা হল গ্রামে…

তুমুল ঝড়-বৃষ্টি, লালগোলাগামী ফাস্ট প্যাসেঞ্জারে বজ্রপাত, জ্বলে উঠল দাউদাউ করে, ভয়াবহ পরিস্থিতি

দিনে দুপুরে সোনার দোকানে ডাকাতি, গুরুতর জখম কর্মচারী, লুঠ ৪০ লক্ষ টাকার সোনা

হাতে দু’ঘন্টা সময়, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সাত জেলায় ধেয়ে আসছে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট

গৃহপালিত পশুর পর অজানা কারণে সিতাইয়ে এক পরিবারের তিনজনের মৃত্যু, আতঙ্কিত গ্রাম, পরিদর্শনে স্বাস্থ্য আধিকারিক ও বিডিও

সোশ্যাল মিডিয়া